
সূরা আল-বাক্বারাহ তাফসীর
- Sort by: Latest
শায়খ মতিউর রহমান মাদানী কর্তৃক সূরা আল-বাক্বারাহ এর ২৫ পর্বের সকল পর্ব এখানে সম্বলিত হলো। শ্রোতাদের সুবিধার্থে প্রতিটি পর্ব ধারাবাহিক ভাবে দেওয়া হলো।
এই চ্যানেলে/ওয়েব সাইটে আপলোডকৃত সকল ভিডিও শায়খের সরাসরি অনুমতিক্রমেই আপলোড করা হচ্ছে; এবং এটি শায়খের একমাত্র অফিসিয়াল চ্যানেল/ওয়েব সাইট। এই চ্যানেল/ওয়েব সাইটে অন্য কোন শায়খের বক্তব্য বা কিছু প্রকাশ করা হবে না, ইন শা আল্লাহ।
শায়খ মতিউর রহমান মাদানী এর সকল বক্তব্য একত্র করাই এই চ্যানেল/ওয়েব সাইটের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এই ওয়েব সাইটের সাথে জড়িত সকলেই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যাতে করে শায়খের বক্তব্য দ্বারা মানুষ দ্বীন-ইসলামের সঠিক পথের দিক নির্দেশনা সহজেই পায়, এবং শির্ক-কুফরী-বিদ’আত মুক্ত জীবন গড়তে আগ্রহী হয়।
আল্লাহ আমাদের সকলকে রিয়া মুক্ত ভাবে দ্বীন-ইসলামের সেবায় নিয়োজিত থাকবার তৌফিয়ক দান করুন ও কোটি-কোটি মানুষের কাছে পৌছে যাবার সুযোগ তৈরী করে দিন। আমিন।