সিরাতুন্নাবি – নবী (ﷺ) এর নবুওয়াত প্রাপ্তি (পর্ব-০৭)
সিরাতুন্নাবি (ﷺ) ধারাবাহিক আলোচনার এটি ৭ম পর্ব।
এ পর্বে আলোচনা করা হয়েছে নবী (ﷺ) এর নবুওয়াত প্রাপ্তি সম্পর্কে।
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধীকারী এই মানুষকে আল্লাহ আমাদের মাঝে পাঠিয়েছেন তার সর্ব শেষ নবী ও রাসূল হিসাবে। একজন মুসলিম ব্যক্তির মাত্রই প্রভাবিত ও পরিচালিত হওয়া উচিৎ তাঁর জীবনাদর্শ অনুযায়ী।
রাসূল (সাঃ) এর জীবনাদর্শ অনুযায়ী চলতে ও সঠিক ইসলাম বুঝতে হলে আমাদেরকে অবশ্যই জানতে হবে তার সম্পর্কে, জানতে হবে তার চারিত্রিক গুণাবলী সম্পর্কে, তার দাওয়াতের পদ্ধতি সম্পর্কে ইত্যাদি। আর তাঁকে জানবার জন্য সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে তার জীবন-চরিত তথা সিরাতুন্নাবি সম্পর্কে সম্যক ধারণা রাখা।
সিরাতুন্নাবি নিয়ে যুগযুগান্ত ধরে কাজ হয়েছে। আর এর কিছু কাজ যেমন হয়েছে সহীহ-সঠিক পদ্ধতিতে, তেমনি কিছু কাজ হয়েছে বিদআতী নানা পদ্ধতিতে। বাংলা ভাষায় সিরাতুন্নাবি এর উপর কিছু কাজ হয়ে থাকলেও অধিকাংশই তেমন সঠিক ভাবে মুসলিমদের কাছে উপস্থিত করা যায় নি।
শায়খ মতিউর রহমান মাদানী বাংলা ভাষাভাষী মানুষের কাছে সহীহ ইসলামের দাওয়াত পৌছে দেবার কাজ করছেন তিন দশকের অধিক সময় ধরে। বাংলা ভাষাভাষী মানুষ, যারা সঠিক ইসলামের খোঁজে সদা সচ্চার, তাদের অন্তরে শায়খের জন্য রয়েছে এক অন্য রকম সম্মান, অন্য রকম স্থান; যার সবই আল্লাহর রহমত ও দয়ার বরকত।
সিরাতুন্নাবি (ﷺ) ধারাবাহিক সিরিজটি শায়খের নতুন একটি উপস্থাপনা সেই সকল মানুষের জন্য, যারা রাসুল (ﷺ) এর জীবনাদর্শ জানতে, বুঝতে, শিখতে ও পালন করতে চান।
লেকচার সিরিজটি আপনি নিজে দেখুন, অপরের সাথে শেয়ার করুন। আপনার দাওয়াতে একজন মানুষও যদি একটি সৎকর্ম করে, তার সমপরিমান সওয়াব ইন শা আল্লাহ আপনিও পাবেন।
আল্লাহ আমাদের সকলের প্রচেষ্টকে সফল করুন। আমিন।
#SMRO
#SMROfficial
#ShaikhMotiurRahman
#ShaikhMotiurRahmanOfficial
#Motiur_Rahman_Madani
#ICC_DAMMAM